সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সিসিকের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলার জেরে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রিয় নেতার বাসায় হামলা অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ছফু আহমদের বাসায় দুর্বৃত্তরা হামলা করে বলে জানা গেছে। ছফু প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত। তার বাসা নগরের টিলাগড় এলাকার শাপলাবাগে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিসিক কাইন্সলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসায় হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা শফিকুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
আরও পড়ুন>> কাউন্সিলর আজাদের বাসায় হামলা-ভাঙচুর
এদিকে আজাদের বাসায় হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
হামলার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য ছফু আহমদ অভিযোগ করেন, শুক্রবার জুমার পর ৫০/৬০ জনের একটি দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার ঘরের জানালার গ্লাস ও বাসার সামনে থাকা গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ ছফুর। কাউন্সিলর আজাদের অনুসারীরাই এ হামলা জালিয়েছে বলেও অভিযোগ করেন ছফু।
এ বিষয়ে শাহপরান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, কাউন্সিলরের বাসায় হামলার ঘটনায় সকাল থেকেই টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে। শাপলাবাগে সাবেক এক ছাত্রলীগ নেতার বাসায় কিছুসংখ্যক লোক জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।