০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

সিলেটে পাথরবোঝাই ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতারা হলেন- মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানিয়েছেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সিলেটে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ০৯:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

সিলেটে পাথরবোঝাই ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতারা হলেন- মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানিয়েছেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।