০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ছবি: মো. শরীফ আহমদ।

সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা গেছেন এক বৃদ্ধ। তিনি ওই উপজেলার তেলিখাল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মিম্বর আলী (৭০)।

বুধবার (২৬ জুন) সকাল ৯টায় তিনি নিজ বাড়ির সামনে জলাশয়ে নামলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম্বর আলী দৃষ্টি প্রতিবন্ধী ও বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। দুইদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছেন। আজ তিনিও শ্বশুর বাড়ি উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাস্তায় পানি ছিল, হেটে যাওয়ার সময় ভুলবশত গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে।

নিহতের পুত্রবধূ শাহানা আক্তার জানান, বাড়িতে তিনি ও তার শ্বশুর মিম্বর আলী ছিলেন। মিম্বর আলী শারীরিকভাবে খুবই অসুস্থ। চলাচল করতে পারেন না। ঘটনার সময় শাহানা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিচ্ছুক্ষণ পর শশুরকে ঘরে দেখতে না পেয়ে বাহিরে গিয়ে দেখেন পানিতে শশুরের হাতের লাঠি ভাসছে। পরে বিষয়টি এলাকার লোজনদের জানালে পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৫:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা গেছেন এক বৃদ্ধ। তিনি ওই উপজেলার তেলিখাল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মিম্বর আলী (৭০)।

বুধবার (২৬ জুন) সকাল ৯টায় তিনি নিজ বাড়ির সামনে জলাশয়ে নামলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম্বর আলী দৃষ্টি প্রতিবন্ধী ও বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। দুইদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছেন। আজ তিনিও শ্বশুর বাড়ি উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাস্তায় পানি ছিল, হেটে যাওয়ার সময় ভুলবশত গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে।

নিহতের পুত্রবধূ শাহানা আক্তার জানান, বাড়িতে তিনি ও তার শ্বশুর মিম্বর আলী ছিলেন। মিম্বর আলী শারীরিকভাবে খুবই অসুস্থ। চলাচল করতে পারেন না। ঘটনার সময় শাহানা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিচ্ছুক্ষণ পর শশুরকে ঘরে দেখতে না পেয়ে বাহিরে গিয়ে দেখেন পানিতে শশুরের হাতের লাঠি ভাসছে। পরে বিষয়টি এলাকার লোজনদের জানালে পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷