০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে একদিনে চার লাশ উদ্ধার

সিলেটে পৃথক ঘটনায় একদিনে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদুৎস্পৃষ্ট হয়ে দুইজন, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজন মারা গেছেন। অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার (১৯ জুন)  জেলার আলাদা আলাদা স্থানে এসব ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মন্দিরের পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। মিনতি ঝালোপাড়ার নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী বাসার বাসিন্দা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার আওতাভুক্ত কদমতলি ফাঁড়ির ইনচার্জ দেবাংশু পাল।

তিনি জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিনতি রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট
জেলার গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১০) নামে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ৮ টার দিকে বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরঘামে এ দুর্ঘটনা ঘটে। সে গ্রামের আব্দুলাহ মিয়ার মেয়ে।

জানা গেছে, বুধবার রাত ৮ টা থেকে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা করছিল নাজমিন আক্তার। লুকোচুরি খেলার এক পর্যায়ে বিদ্যুৎ শট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হালিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম মহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আব্দুল হালিম নিজ এলাকার পার্শ্ববর্তী হাওরে পাতানো জাল তুলতে যান। পরে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহরম আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সিলেট
নগরের পাঠানটুলায় একটি কারখানার সামন থেকে এক অজ্ঞাত পুরুষের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি মো. মঈন উদ্দিন সিপন বলেন, স্থানীয়রা জানিয়ছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে পাঠানটুলার রহমান ধান ও মসলা মিলের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিষয়

সিলেটে একদিনে চার লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

সিলেটে পৃথক ঘটনায় একদিনে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদুৎস্পৃষ্ট হয়ে দুইজন, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজন মারা গেছেন। অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার (১৯ জুন)  জেলার আলাদা আলাদা স্থানে এসব ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মন্দিরের পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। মিনতি ঝালোপাড়ার নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী বাসার বাসিন্দা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার আওতাভুক্ত কদমতলি ফাঁড়ির ইনচার্জ দেবাংশু পাল।

তিনি জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিনতি রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট
জেলার গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার (১০) নামে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ৮ টার দিকে বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরঘামে এ দুর্ঘটনা ঘটে। সে গ্রামের আব্দুলাহ মিয়ার মেয়ে।

জানা গেছে, বুধবার রাত ৮ টা থেকে অন্যান্য শিশুদের সাথে লুকোচুরি খেলা করছিল নাজমিন আক্তার। লুকোচুরি খেলার এক পর্যায়ে বিদ্যুৎ শট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হালিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম মহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আব্দুল হালিম নিজ এলাকার পার্শ্ববর্তী হাওরে পাতানো জাল তুলতে যান। পরে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহরম আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সিলেট
নগরের পাঠানটুলায় একটি কারখানার সামন থেকে এক অজ্ঞাত পুরুষের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি মো. মঈন উদ্দিন সিপন বলেন, স্থানীয়রা জানিয়ছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে পাঠানটুলার রহমান ধান ও মসলা মিলের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।