১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

সিলেটে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার দিবাগত রাতে শহরতলীর শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। এসময় কাভার্ড ভ্যানসহ গ্রেফতার হয়েছেন এক যুবক।

গ্রেফতার ওশান কবির মিলন (২৫) যাশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সিলেট মহানগর পুলিশ জানায়, শনিবার (২৩ মার্চ) রাত তিনটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর এলাকার সিলেট-তামাবিল বাইপাস সড়কে অভিযান পরিচালনা আসামী ওশান কবির মিলন গ্রেফতার করা হয়।

এসময় জব্দ করা হয় ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা,  ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার আসামীর  বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা  রুজু করা হয়েছে।আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

প্রকাশিত: ১০:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

সিলেটে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার দিবাগত রাতে শহরতলীর শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। এসময় কাভার্ড ভ্যানসহ গ্রেফতার হয়েছেন এক যুবক।

গ্রেফতার ওশান কবির মিলন (২৫) যাশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সিলেট মহানগর পুলিশ জানায়, শনিবার (২৩ মার্চ) রাত তিনটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর এলাকার সিলেট-তামাবিল বাইপাস সড়কে অভিযান পরিচালনা আসামী ওশান কবির মিলন গ্রেফতার করা হয়।

এসময় জব্দ করা হয় ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা,  ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার আসামীর  বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা  রুজু করা হয়েছে।আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।