১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

সিলেটে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বাজারদর ১৬ লাখ ১২৮০ টাকা। এসময় একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট-তামাবিল বাইপাসের মুরাদপুর এলাকায় থেকে চিনির বস্তাগুলো উদ্ধার করা হয়। এসময় দুজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো.নাজমুল হোসেন (২৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুজনকে গ্রেফতার করে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

প্রকাশিত: ১০:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

সিলেটে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বাজারদর ১৬ লাখ ১২৮০ টাকা। এসময় একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৩ মার্চ) ভোরে সিলেট-তামাবিল বাইপাসের মুরাদপুর এলাকায় থেকে চিনির বস্তাগুলো উদ্ধার করা হয়। এসময় দুজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার কেশবপুর গ্রামের নুর ইসলামের ছেলে সোহেল রানা (২৯) ও একই উপজেলার যশরাই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো.নাজমুল হোসেন (২৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনির বস্তাসহ দুজনকে গ্রেফতার করে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।