সিলেটে চার শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। ৬ ঘন্টা পর প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে রাত পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সহ-সভাপতি জুমেল আহমদ বলেন, মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার আঞ্চলিক কমিটির অফিসে নেতৃবৃন্দ বসেছিলাম। এ সময় র্যাবের দুটি গাড়ি এসে শ্রমিক ইউনিয়নের কাগজপত্র দেখতে চাইলে প্রধান কার্যালয় থেকে এনে দেওয়ার জন্য সময় চাওয়া হয়। কিন্তু সেই সময় না দিয়ে তারা আমাদের নবনির্বাচিত ১নং সদস্য জমির মেম্বারসহ আমাদের কয়েকজনকে ধরে নিয়ে যায়।
সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমরা কেউই বলতে পারছি না। আমাদের কিছু বলাও হয়নি। এ চারজনকে না ছাড়া পর্যন্ত আমরা অবরোধ তুলে নেব না।