১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে শীত কবে আসবে জানাল আবহাওয়া অফিস

ছবি: ইন্টারনেট

দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা হিসেবে প্রকৃতিতে এই আমেজ দেখা দিয়েছে। যার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ঘন কুয়াশা। ফলে অনুভূত হচ্ছে শীত। যদিও সিলেটে এখনো শীতের আমেজ তৈরি হয়নি। কমেনি গরম। তবে রাতের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা।

সিলেট আবহাওয়া বলছে, আর কয়েক দিনের মধ্যেই শীত পড়তে পারে। আগামী মাস থেকে সিলেটের তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, শীতের মৌসুম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রæয়ারি। সিলেট কিন্তু শীত পড়তে শুরু করেছে। অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে শীত অনুভূত হতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করছে। আবহাওয়া অফিস তিন মাসের পূর্বাভাসে আরও জানিয়েছে এবার মৃদু, মাঝারি ও তীব্র মিলে ১৩টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে গত দুদন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। রবিবার সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

সিলেটে শীত কবে আসবে জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত: ০৮:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা হিসেবে প্রকৃতিতে এই আমেজ দেখা দিয়েছে। যার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে ঘন কুয়াশা। ফলে অনুভূত হচ্ছে শীত। যদিও সিলেটে এখনো শীতের আমেজ তৈরি হয়নি। কমেনি গরম। তবে রাতের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা।

সিলেট আবহাওয়া বলছে, আর কয়েক দিনের মধ্যেই শীত পড়তে পারে। আগামী মাস থেকে সিলেটের তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, শীতের মৌসুম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রæয়ারি। সিলেট কিন্তু শীত পড়তে শুরু করেছে। অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে শীত অনুভূত হতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করছে। আবহাওয়া অফিস তিন মাসের পূর্বাভাসে আরও জানিয়েছে এবার মৃদু, মাঝারি ও তীব্র মিলে ১৩টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে গত দুদন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। রবিবার সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।