০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ছবি- প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ।

আজ সোমবার বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (শহীদ রুদ্র তোরণের) সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফটকে আসে। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে আমার ভাইদের ওপর নির্বিচার গুলি করা হচ্ছে। চারদিকে চলছে গণগ্রেপ্তার। আমাদের সমন্বয়কদের তুলে নেওয়া হয়েছে। আমরা সরকারের এই ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্রসমাজের ৯ দফা দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা এক দফা দাবি নিয়ে সামনে এগিয়ে যাব।’

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ।

আজ সোমবার বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (শহীদ রুদ্র তোরণের) সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফটকে আসে। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে আমার ভাইদের ওপর নির্বিচার গুলি করা হচ্ছে। চারদিকে চলছে গণগ্রেপ্তার। আমাদের সমন্বয়কদের তুলে নেওয়া হয়েছে। আমরা সরকারের এই ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্রসমাজের ৯ দফা দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা এক দফা দাবি নিয়ে সামনে এগিয়ে যাব।’