সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সিলেটে নাশকতার ঘটনায় বুধবার (২৪ জুলাই) পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও ১২ হাজার ৮১০ জনসহ ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে ।
এসব মামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ১৭ জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানায় ৫, জালালাবাদ থানায় ৪ ও দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এই ১০টি মামলায় ২৪৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত কয়েক হাজারকে আসামি করা হয়েছে। এর মধ্যে সোমবার (২২ জুলাই) রাত পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলাগুলো পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাঁধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। এসবের মধ্যে একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর বাদী পুলিশ।