০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে ছাত্র হলে ‌ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড় 

ছবি : সংগৃহীত

মধ্যরাতে ছাত্র হলের গেস্ট রুমে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প। তিনি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

কেক খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনা ঝড় বইছে।

জানা গেছে, গতকাল বুধবার সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে দিবসের শুরুতে রাত ১২টার দিকে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প ছাত্রদের আবাসিক হল শাহ পরানের সামনে যান। পরে সেখান থেকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে শাহ পরান হলের ভেতরে গেস্ট রুমে গিয়ে কেক কেটে জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি।

এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শাহ পরান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহা।

ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সি-ব্লকের ৪০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। জানা যায়, তিনি প্রায় এক বছর আগে তার একাডেমিক পড়াশোনা শেষ করেছেন। এরপরেও ছাত্রী হলে থেকে যাচ্ছেন তিনি। অথচ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হল ছেড়ে দেওয়ার বিধান রয়েছে।

শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ছাত্র হলে প্রবেশের বিষয়টি আুম জেনেছি। এই বিষয়ে দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রায় ৪০০শত মানুষের জন্য মোরগ পোলাওয়ের আয়োজন করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে রক্তদান, বৃক্ষরোপণ, আনন্দমিছিল, কেক কাটা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই সকল আয়োজনের অর্থের উৎস কী— এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে ছাত্র হলে ‌ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড় 

প্রকাশিত: ০৬:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

মধ্যরাতে ছাত্র হলের গেস্ট রুমে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প। তিনি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

কেক খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনা ঝড় বইছে।

জানা গেছে, গতকাল বুধবার সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে দিবসের শুরুতে রাত ১২টার দিকে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প ছাত্রদের আবাসিক হল শাহ পরানের সামনে যান। পরে সেখান থেকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে শাহ পরান হলের ভেতরে গেস্ট রুমে গিয়ে কেক কেটে জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি।

এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শাহ পরান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহা।

ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের সি-ব্লকের ৪০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। জানা যায়, তিনি প্রায় এক বছর আগে তার একাডেমিক পড়াশোনা শেষ করেছেন। এরপরেও ছাত্রী হলে থেকে যাচ্ছেন তিনি। অথচ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হল ছেড়ে দেওয়ার বিধান রয়েছে।

শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ছাত্র হলে প্রবেশের বিষয়টি আুম জেনেছি। এই বিষয়ে দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রায় ৪০০শত মানুষের জন্য মোরগ পোলাওয়ের আয়োজন করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে রক্তদান, বৃক্ষরোপণ, আনন্দমিছিল, কেক কাটা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই সকল আয়োজনের অর্থের উৎস কী— এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।