০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আসন সমোঝোতা হয়নি, জাপার নির্বাচন বয়কটের ঘোষণা আসতে পারে!

আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো সমাঝোতা এখনো হয়নি, এমনটাই জানিয়েছেন জাপার একাধিক শীর্ষনেতা। আগামীকাল রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও এখন পর্যন্ত কোন কোন আসনে নৌকা প্রত্যাহারহবে তা নিশ্চিত নন দলটির নেতারা।

এদিকে, আজ শনিবার রাতে আসন সমাঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাপার বৈঠক হওয়ার কথাথা কলেও তা হয়নি। সার্বিক বিষয়ে শনিবার সন্ধ্যা থেকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুলশানের বাসভবনে বৈঠক করছেন দলটির শীর্ষ নেতারা। বৈঠকে পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেলসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সমাঝোতার শুরুতে আওয়ামী লীগ যতটি আসনে ছাড়ের কথা বলেছিল শেষ মুহূর্তে তারা কথা রাখেনি। বৈঠকে সবার উপস্থিতিতে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতাদের বক্তব্য তুলে ধরে ওবায়দুল কাদেরের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। জবাবে বিষয়টি দ্রুত আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান ওবায়দুল কাদের।

এদিকে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, জাতীয় পার্টি ইতোমধ্যে নির্বাচন প্রত্যাহারের চিঠি তৈরি করে রেখেছে। আজকের মধ্যে সরকার যদি আসন সংখ্যা নিয়ে পরিষ্কার না করে তাহলে আগামীকাল রবিবার সকালে প্রথমে প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথসভা অনুষ্ঠিত হবে এবং এর পরই সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা আসতে পারে।

জাপার এক এমপি জানান, আওয়ামী লীগ নির্দিষ্ট আসনে নৌকা নিষ্ক্রিয় করার কথা বলছে। এগুলোপাগলের প্রলাপ। প্রশাসন কোনো অবস্থাতেই নৌকাকে বাদ দিয়ে লাঙ্গলকে সমর্থন দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এর আগেও আসন নিয়ে আমাদের সঙ্গে কথা রাখেনি। শেষ মুহূর্তে এসে আমাদের বেকাদায় ফেলে দেয়। এজন্য আজকে সব সিনিয়র নেতা বৈঠকে বসেছেন। রাত যত গভীরই হোক, আজকেই এর ফয়সালা হবে।

এদিকে জাপার বনানী কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে অংশ না নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে জাপার নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু কার্যালয়ে উপস্থিত ছিলেন।

সূত্র : ঢাকাটাইমস

বিষয়

আসন সমোঝোতা হয়নি, জাপার নির্বাচন বয়কটের ঘোষণা আসতে পারে!

প্রকাশিত: ০৪:১৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো সমাঝোতা এখনো হয়নি, এমনটাই জানিয়েছেন জাপার একাধিক শীর্ষনেতা। আগামীকাল রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও এখন পর্যন্ত কোন কোন আসনে নৌকা প্রত্যাহারহবে তা নিশ্চিত নন দলটির নেতারা।

এদিকে, আজ শনিবার রাতে আসন সমাঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাপার বৈঠক হওয়ার কথাথা কলেও তা হয়নি। সার্বিক বিষয়ে শনিবার সন্ধ্যা থেকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুলশানের বাসভবনে বৈঠক করছেন দলটির শীর্ষ নেতারা। বৈঠকে পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেলসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সমাঝোতার শুরুতে আওয়ামী লীগ যতটি আসনে ছাড়ের কথা বলেছিল শেষ মুহূর্তে তারা কথা রাখেনি। বৈঠকে সবার উপস্থিতিতে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতাদের বক্তব্য তুলে ধরে ওবায়দুল কাদেরের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। জবাবে বিষয়টি দ্রুত আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান ওবায়দুল কাদের।

এদিকে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, জাতীয় পার্টি ইতোমধ্যে নির্বাচন প্রত্যাহারের চিঠি তৈরি করে রেখেছে। আজকের মধ্যে সরকার যদি আসন সংখ্যা নিয়ে পরিষ্কার না করে তাহলে আগামীকাল রবিবার সকালে প্রথমে প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথসভা অনুষ্ঠিত হবে এবং এর পরই সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা আসতে পারে।

জাপার এক এমপি জানান, আওয়ামী লীগ নির্দিষ্ট আসনে নৌকা নিষ্ক্রিয় করার কথা বলছে। এগুলোপাগলের প্রলাপ। প্রশাসন কোনো অবস্থাতেই নৌকাকে বাদ দিয়ে লাঙ্গলকে সমর্থন দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এর আগেও আসন নিয়ে আমাদের সঙ্গে কথা রাখেনি। শেষ মুহূর্তে এসে আমাদের বেকাদায় ফেলে দেয়। এজন্য আজকে সব সিনিয়র নেতা বৈঠকে বসেছেন। রাত যত গভীরই হোক, আজকেই এর ফয়সালা হবে।

এদিকে জাপার বনানী কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে অংশ না নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে জাপার নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু কার্যালয়ে উপস্থিত ছিলেন।

সূত্র : ঢাকাটাইমস