০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদের আন্দোলনে নেতাকর্মীদের শরিক হতে বললেন ফখরুল

ছবি- সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকরের পদত্যাগের দাবিতে জনগণ রাস্তায় নেমেছে। পুরো দেশ সরকারের বিরুদ্ধে একাট্টা। ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুল।

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে এখন পর্যন্ত সারা দেশে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুইজন এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সারা দেশে রোববার (৪ আগস্ট) সকাল থেকে সংঘাত-সংঘর্ষ, হামলা, ভাঙচুর চলছে।

ছাত্রদের আন্দোলনে নেতাকর্মীদের শরিক হতে বললেন ফখরুল

প্রকাশিত: ০১:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে দলের সব নেতাকর্মীকে শরিক হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে। সরকরের পদত্যাগের দাবিতে জনগণ রাস্তায় নেমেছে। পুরো দেশ সরকারের বিরুদ্ধে একাট্টা। ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুল।

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে এখন পর্যন্ত সারা দেশে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুইজন এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সারা দেশে রোববার (৪ আগস্ট) সকাল থেকে সংঘাত-সংঘর্ষ, হামলা, ভাঙচুর চলছে।