০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত ১৪ দল

জামায়েত লগো (সংগৃহীত)

জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে ১৪ দলের বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর করতে এরইমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূচনা বক্তব্যে সাম্প্রতিক আন্দোলনে নাশকতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এই জঙ্গিরাই আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে, কোটা কোনো ইস্যু না। এদের উদ্দেশ্য বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।’

এর আগে গণভবনে ১৪ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত ১৪ দল

প্রকাশিত: ১১:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে ১৪ দলের বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর করতে এরইমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূচনা বক্তব্যে সাম্প্রতিক আন্দোলনে নাশকতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এই জঙ্গিরাই আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে, কোটা কোনো ইস্যু না। এদের উদ্দেশ্য বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।’

এর আগে গণভবনে ১৪ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।