কোটা আন্দোলন চলাকালে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসাথে যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়েছেন, আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র যে আক্রমণ চালিয়েছে তা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না।
ওবায়দুল কাদের বলেন, আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি। এরইমধ্যে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।
আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। কাদের বলেন, আমাদের হাজারো নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল সরকারকে ক্ষমতা থেকে নামানো।