তাইওয়ানের ৮ম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লাই চিং তে ওরফে উইলিয়াম লাই। শনিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন।
পশ্চিমা ও দেশটির স্বাধীনতাপন্থি ক্ষমতাসীন দলের এই নেতা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি থেকে এবারের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে লড়েছেন। দলীয় বিদায়ী প্রেসিডেন্ট সাই হিং ওয়েন এবার নির্বাচনে অংশ নেননি।
নির্বাচনে লাই চিং এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন চীনপন্থী নেতা চাইনিজ ন্যাশনালিস্ট পার্টির (সিএনপি) কুওমিনতাং ও মধ্যপন্থী নেতা ওয়ান পিপলস পার্টির কো ওয়েন-জে।
দেশটির নির্বাচন কমিশন ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় ৯৮ শতাংশ ভোটকেন্দ্রের ফলাফল জানায়। এতে দেখা যায়, লাই চিং তে ৪০ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে মধ্যপন্থী নেতা কো ওয়েন-জে ৩৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
ফলাফল ঘোষণার পর পৃথক বিবৃতিতে, কুওমিনতাং ও কো ওয়েন-জে ফলাফল মেনে নিয়েছেন এবং লাই চিং তে-কে অভিনন্দন জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, লাই চিং তে নির্বাচিত হওয়ায় দেশটির সঙ্গে চীনের মতবিরোধ বাড়বে। এছাড়া তাইওয়ানকে কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়তে পারে। কেননা, শি জিনপিং নির্বাচনের আগে বিরোধী নেতা কুওমিনতাংকে ভোট দেওয়ার জন্য দেশটির জনগণকে আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে লাই স্বদেশের স্বাধীনতার প্রশ্নে আপোসহীন। এ নিয়ে চীনের সঙ্গে তার দূরত্ব বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।