০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রাউন প্রিন্স মিশাল কুয়েতের নতুন আমির

শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবেরআল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতেরনতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। আর দায়িত্ব পাচ্ছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদআল-জাবের আল-সাবাহ।

কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার(১৬ ডিসেম্বর) এ ঘোষণা দেন। এর আগে নাওয়াফেরমৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

ক্রাউন প্রিন্স যে নতুন আমির হবেন সেটি জানা ছিল।শুধু আনুষ্ঠানিকভাবে তার নামটি ঘোষণা করা হল।

সদ্য প্রয়াত নাওয়াফ ২০২০ সালে আমির হয়েছিলেন।কিন্তু ওই সময় থেকেই নানান শারীরিক জটিলতায়ভুগছিলেন তিনি। ২০২১ সালে চিকিৎসার জন্যএকবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। তবে, কয়েকদিনধরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ যাচ্ছিল। ওইসময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি। ৮৬ বছরবয়সে আজ (শনিবার) তিনি মারা যান।

নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালের বর্তমান বয়স৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহআল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্তহয়েছিলেন মিশাল। এরমাধ্যমে বিশ্বের ইতিহাসে‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ডগড়েছিলেন তিনি।

২০২০ সালে মিশালকে যখন ক্রাউন প্রিন্স করা হয়; তখন এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। মূলত তারবয়সের কারণেই এমনটি হয়েছিল। তবে বিশ্লেষকরাতখন জানান, কুয়েতের শাসকরা এখনই পরবর্তীপ্রজন্মের হাতে শাসনভার দিতে চান না।

সূত্র: খালিজটাইমস।

বিষয়

ক্রাউন প্রিন্স মিশাল কুয়েতের নতুন আমির

প্রকাশিত: ০১:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবেরআল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতেরনতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। আর দায়িত্ব পাচ্ছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদআল-জাবের আল-সাবাহ।

কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার(১৬ ডিসেম্বর) এ ঘোষণা দেন। এর আগে নাওয়াফেরমৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

ক্রাউন প্রিন্স যে নতুন আমির হবেন সেটি জানা ছিল।শুধু আনুষ্ঠানিকভাবে তার নামটি ঘোষণা করা হল।

সদ্য প্রয়াত নাওয়াফ ২০২০ সালে আমির হয়েছিলেন।কিন্তু ওই সময় থেকেই নানান শারীরিক জটিলতায়ভুগছিলেন তিনি। ২০২১ সালে চিকিৎসার জন্যএকবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। তবে, কয়েকদিনধরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ যাচ্ছিল। ওইসময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি। ৮৬ বছরবয়সে আজ (শনিবার) তিনি মারা যান।

নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালের বর্তমান বয়স৮৩ বছর। ২০২০ সালে তৎকালীন আমির সাবাহআল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্তহয়েছিলেন মিশাল। এরমাধ্যমে বিশ্বের ইতিহাসে‘সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স’ হওয়ার রেকর্ডগড়েছিলেন তিনি।

২০২০ সালে মিশালকে যখন ক্রাউন প্রিন্স করা হয়; তখন এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। মূলত তারবয়সের কারণেই এমনটি হয়েছিল। তবে বিশ্লেষকরাতখন জানান, কুয়েতের শাসকরা এখনই পরবর্তীপ্রজন্মের হাতে শাসনভার দিতে চান না।

সূত্র: খালিজটাইমস।