০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৪৩

ভারী বৃষ্টিতর দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার ওয়েনাড়েতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) ভোরের এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে কেরালায়। ভারী বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ ও প্রশাসনের সঙ্গে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে পড়ায় বহু এলাকায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল।

মেপ্পাড়িতে মঙ্গলবার দিনভর কাদামাটি সরাতেই একের পর এক দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ৩৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বহু পরিবারের খোঁজ মেলেনি।

প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১২৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মুদাক্কায়ি গ্রাম থেকে ১৫০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

বিষয়

ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৪৩

প্রকাশিত: ১১:৩১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

ভারী বৃষ্টিতর দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার ওয়েনাড়েতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) ভোরের এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে কেরালায়। ভারী বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ ও প্রশাসনের সঙ্গে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে পড়ায় বহু এলাকায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল।

মেপ্পাড়িতে মঙ্গলবার দিনভর কাদামাটি সরাতেই একের পর এক দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত ৩৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। বহু পরিবারের খোঁজ মেলেনি।

প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১২৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মুদাক্কায়ি গ্রাম থেকে ১৫০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে।