০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কৃষক লীগ নেতা বিটু

দ্বাদশ নির্বাচনে ভোট হয়েছে রাত ৩টায়

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরাজিত হওয়া কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার ওরফে বিটু।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগ নেতা বিশ্বনাথ সরকার ওরফে বিটুর অভিযোগ, নির্বাচনে তাকে জোর করে পরাজিত করা হয়েছে। নির্বাচনের আগে রাত ৩টার দিকেই সিল মেরে ব্যালট বাক্স ভরেছে নৌকার কর্মী-সমর্থকরা। এছাড়া বিভিন্ন কেন্দ্রে এই প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিটুর কর্মীরা।

শনিবার বিকালে বদরগঞ্জের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে বিটুর বাড়িতে আয়োজিত কর্মী সমাবেশে এসব অভিযোগ আনা হয়।

বিশ্বনাথ সরকার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান ৬১ হাজার ৫৮৩ ভোট। আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম ২৪ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

কর্মী সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা পরাজিত হইনি। জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত ৩টার সময়।’

কৃষক লীগ নেতা বিটু

দ্বাদশ নির্বাচনে ভোট হয়েছে রাত ৩টায়

প্রকাশিত: ০৪:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরাজিত হওয়া কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার ওরফে বিটু।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগ নেতা বিশ্বনাথ সরকার ওরফে বিটুর অভিযোগ, নির্বাচনে তাকে জোর করে পরাজিত করা হয়েছে। নির্বাচনের আগে রাত ৩টার দিকেই সিল মেরে ব্যালট বাক্স ভরেছে নৌকার কর্মী-সমর্থকরা। এছাড়া বিভিন্ন কেন্দ্রে এই প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিটুর কর্মীরা।

শনিবার বিকালে বদরগঞ্জের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে বিটুর বাড়িতে আয়োজিত কর্মী সমাবেশে এসব অভিযোগ আনা হয়।

বিশ্বনাথ সরকার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ওরফে ডিউক চৌধুরী। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান ৬১ হাজার ৫৮৩ ভোট। আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম ২৪ হাজার ৬৪০ ভোট পেয়েছেন।

কর্মী সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, ‘আমরা পরাজিত হইনি। জোর করে আমাকে পরাজিত করা হয়েছে। প্রশাসন কথা রাখেনি। আমাদের ভোট হয়েছে রাত ৩টার সময়।’