রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন আগুনে পোড়া মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর সেখান থেকে বের হওয়ার মতো ঠিক তেমন কোনো রাস্তা ছিল না। হয়ত এ কারণে দুইজনের প্রাণ গেছে এবং অনেকে দগ্ধ হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা এই বস্তির মালিককে খুঁজছি। তাছাড়া এখানে লাগা আগুনের ঘটনায় নাশকতা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার গভীর রাতে আগুনের পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
আরও পড়ুন> তেজগাঁও বস্তিতে লাগা আগুনে পুড়ে ২ জনের মৃত্যু
ডিএমপি কমিশনার বলেন, এখানে প্রায় ৩০০ পরিবার বাস করে। এদের বেশিরভাগই কারওয়ান বাজারে মাছ কাটে। গভীর রাতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কয়েকটা টিম এখানে এসে দীর্ঘ সময় চেষ্টা করে পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে দুজন ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আরও দুইজন হাসপাতালে রয়েছেন; তাদের মধ্যে এক শিশু এবং একজন মহিলা।
কমিশনার হাবিবুর রহমান বলেন, আমরা এখানে যতটুকু দেখেছি… আগুনের কারণ সুস্পষ্টভাবে নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস সেটার সম্পর্কে তাদের তদন্ত রিপোর্ট দিতে পারবেন। এটা তদন্তের পর বোঝা যাবে এটা কোনো নাশকতা কি না। কিংবা অসতর্কতামূলক কারণে বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেছে; সেটা আমাদের তদন্ত শেষে বেরিয়ে আসবে।
এদিকে ভোর রাতে লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত চারটার দিকে নিয়ন্ত্রণে আসে। সে সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে।