০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান ড. ইউনূস

দেশে থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সহযোগিতা চান তিনি।

জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক, তা খুবই গভীর বলে উল্লেখ করেন কুক।

পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান ড. ইউনূস

প্রকাশিত: ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

দেশে থেকে পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গত সরকারের অনেকেই যুক্তরাজ্যে বাড়ি করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই টাকা কীভাবে ফেরত নিয়ে আসা যায়, ব্রিটিশ হাই কমিশনারের কাছে সে বিষয়ে সহযোগিতা চান তিনি।

জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়টি তিনি দেখবেন। এছাড়া ব্রিটেন ও বাংলাদেশের যে সম্পর্ক, তা খুবই গভীর বলে উল্লেখ করেন কুক।