অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, শিক্ষার্থী, সুশীল সমাজ, রাজনৈতিক সংগঠনসহ সব পক্ষের সঙ্গে কথা বলে সর্বজনগ্রহণযোগ্য একটি সরকার গঠনের প্রচেষ্টা নিয়েছিলাম। গত ৩ দিন আমরা দীর্ঘ প্রচেষ্টা ও সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক এ কথা বলেন।
এর আগে, রাত ৯টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে শপথ নিয়েছেন আরও ১৩ উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পাঠ করান।