০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

ছবি-সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তবে উপদেষ্টাদের মধ্যে তিনজন ঢাকার বাইরে অবস্থান করায় আজ শপথ গ্রহণ করতে পারেননি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, জাপান, ইরান, আর্জেন্টিনা, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসসহ আরও কিছু দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ও প্রায় সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য ১৬ উপদেষ্টার মধ্যে আজ তিনজন ছাড়া সবাই শপথ নিয়েছেন। তাঁরা হলেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.), সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক–ই–আজমকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে। তাদের মধ্যে ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদিপ চাকমা ও বিধান রঞ্জন রায় ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি।

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

প্রকাশিত: ১০:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তবে উপদেষ্টাদের মধ্যে তিনজন ঢাকার বাইরে অবস্থান করায় আজ শপথ গ্রহণ করতে পারেননি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, জাপান, ইরান, আর্জেন্টিনা, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসসহ আরও কিছু দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ও প্রায় সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য ১৬ উপদেষ্টার মধ্যে আজ তিনজন ছাড়া সবাই শপথ নিয়েছেন। তাঁরা হলেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.), সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক–ই–আজমকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে। তাদের মধ্যে ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদিপ চাকমা ও বিধান রঞ্জন রায় ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি।