০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশ ত্যাগের সময় বিমানবন্দরে পলক আটক

ছবি-সংগৃহীত

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে। আটকের সময় মাথায় কালো রঙের ক্যাপ ও মুখে মাস্ক পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কাজ করছেন পলক। হঠাৎ দেখে চেনার উপায় নেই এই মানুষটি সরকারের সাবেক প্রতিমন্ত্রী।

এর আগে সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। জানা গেছে, সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে গেছেন সাবেক সরকাপ্রধান।

দেশ ত্যাগের সময় বিমানবন্দরে পলক আটক

প্রকাশিত: ০৪:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে। আটকের সময় মাথায় কালো রঙের ক্যাপ ও মুখে মাস্ক পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কাজ করছেন পলক। হঠাৎ দেখে চেনার উপায় নেই এই মানুষটি সরকারের সাবেক প্রতিমন্ত্রী।

এর আগে সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। জানা গেছে, সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে গেছেন সাবেক সরকাপ্রধান।