‘কোটা সংস্কার আন্দোলন বন্ধে জোর করে ছয় সমন্বয়ককে দিয়ে বিবৃতি নেওয়ার অভিযোগটি গুজব বলে দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
ডিবি প্রধান বলেন, ‘সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহারের বিবিৃতি দিয়েছেন। জোর করে বিবৃতি নেওয়া হয়নি। যারা এই গুজব ছড়িয়েছেন, তাদের প্রতি অনুরোধ গুজব ছড়াবেন না।’
সোমবার বিকেলে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিবি একটি আস্থার জায়গা মন্তব্য করে হারুন বলেন, ‘ডিবিতে কাউকে আটকে রাখা হয় না। জোর করে বিবৃতি নেওয়া হয় না। তারা বরং অনুভব করেছে, সরকার তো সব দাবি মেনেই নিয়েছে। তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে। যে কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।’
কোটা আন্দোলনের সমন্বয়কদের পরিবারের জিম্মায় শিগগিরই ছেড়ে দেওয়া হবে জানানা হারুন অর রশিদ।