শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (২৯ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রী বলেন, আজকে মন্ত্রীসভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এটা নিয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৬ জুলাই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সরকারি-বেসককারি শিক্ষপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার।