ফেসবুক আইডিতে দেয়া কিছু স্ট্যাটাসের কারণে গত দুইদিন ধরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব। এসব পোস্টে ‘নারীবিদ্বেষ’ ছড়ানোসহ বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বিষয়টি নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কথা বলেছে সাকিবের সঙ্গে।
সেখানে নিজের ভুল স্বীকার করেছেন তানজিম সাকিব। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন। বিসিবিও তাকে মনিটরিং করবেন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। তার বক্তব্য, কাউকে আঘাত করার জন্য তিনি এমন পোস্ট করেননি। যে পোস্ট তিনি দিয়েছেন তা তার নিজের থেকে দিয়েছেন। এমন ঘটনায় সাকিব নিজেও অনুতপ্ত।’
নারীর চাকরি না করা নিয়ে সেই ফেসবুক স্টাটাস প্রসঙ্গে বিসিবিকে সাকিবের বক্তব্য, ‘আমি এর দায় নিচ্ছি, আসলে আমি নারীবিদ্বেষী নই। আমার মা একজন নারী। আমি কোনদিনই নারী বিদ্বেষী ছিলাম না।’
জালাল ইউনুস আরও বলেন, আমরা তাকে সতর্ক করেছি। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন সাকিব। এরপর থেকে ফেসবুকে এমন পোস্ট দিলে সেটা ক্রিকেট বোর্ড থেকে মনিটর করা হবে।’
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তানজিমের। ভারতের বিপক্ষে দুই উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।
প্রশংসায় ভাসার মধ্যে তার ফেসবুকের কিছু পুরনো ও আপত্তিকর পোস্টও ভাইরাল হয়ে পড়ে। যাতে কর্মজীবী নারীদের প্রতি তার বিষাদগার দেখা যায়। এসব পোস্ট ছড়িয়ে পড়ার পর নারী অধিকার কর্মী ও নারীবাদীরা সরব হয়েছেন সমালোচনায়।
তানজিম গত বছর ফেসবুকে পোস্ট করেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’
তানজিমের আরেকটি পোস্ট ছিল এমন, ‘ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’