জাতীয় দলে তামিম ইকবাল কবে ফিরছেন? তার ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে? তা জানতে মুখিয়ে ক্রিকেট অনুরাগী ও তামিম ভক্তরা।
মাত্র ৭২ ঘণ্টা আগে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছিলেন, ‘তামিম তো আগেই বলেছে, তার সাথে বোর্ড প্রধানের কথা হয়েছে। বিসিবি সভাপতিও তেমনটাই জানিয়েছেন। এখন আর নতুন কোনো অগ্রগতি নেই। জানুয়ারিতে নির্বাচনের পরে তামিম বোর্ড প্রেসিডেন্টের সাথে বসে কথা বলে জানাবে। বিসিবি প্রধানের সঙ্গে সেই মিটিংয়ের পরপরই জানা যাবে যে তামিম কী করতে চাচ্ছে, কবে ক্রিকেটে ব্যাক করবে। এরপর চুক্তির তালিকা চূড়ান্ত করা হবে। তার আগে নয়।’
কিন্তু আজ রোববার দুপুর গড়িয়ে বিকেল নামতেই এলো নতুন খবর। ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসই তামিম ইস্যুতে জানালেন, এরই মধ্যে নির্বাচক ও ক্রিকেট অপসকে তামিম জানিয়ে দিয়েছেন, তাকে যেন ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়।
তার মানে ধরেই নেওয়া যায়, তামিম হয়তো আর মাঠে ফিরবেন না। জালাল ইউনুস বলেন, ‘তামিমের ব্যাপারটা হচ্ছে কী, তার সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, আমার সঙ্গেও কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে আমাদের জানাবে যে, কী করতে যাচ্ছে।’
সূত্র : জাগো নিউজ