১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুনতাহা হত্যা: রিমান্ড শেষে চার আসামি কারাগারে

সিলেটের কানাইঘাটের আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর একটার দিকে কড়া পুলিশ পহরায় আসামিদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে তাদের তোলা হয়। এদিন প্রধান অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি জবানবন্দী দেননি। পরে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

মার্জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন কানাইঘাটের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর মো. জমসেদ আহমদ জানান, আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজন মনে করলে পুলিশ আবারও রিমান্ড আবেদন করবে।

আদালত সূত্র জানায়, মুনতাহা হত্যা মামলার চার আসামিকে গত ১১ নভেম্বর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেবে বলে পুলিশকে জানায়। কিন্তু আদালতে এসে জবানবন্দী দেননি তিনি। পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার জলসা থেকে বাড়ি ফেরেন কানাইঘাট উপজেলার বীরদল ভাড়াারিফৌদ গ্রামের শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আর বাড়ি ফেরেনি মুনতাহা। নিখোঁজের আটদিন পর গত রোববার ভোরে বাড়ির পাশের একটি নালা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

মুনতাহা হত্যা: রিমান্ড শেষে চার আসামি কারাগারে

প্রকাশিত: ০৯:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সিলেটের কানাইঘাটের আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর একটার দিকে কড়া পুলিশ পহরায় আসামিদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে তাদের তোলা হয়। এদিন প্রধান অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি জবানবন্দী দেননি। পরে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

মার্জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন কানাইঘাটের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর মো. জমসেদ আহমদ জানান, আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজন মনে করলে পুলিশ আবারও রিমান্ড আবেদন করবে।

আদালত সূত্র জানায়, মুনতাহা হত্যা মামলার চার আসামিকে গত ১১ নভেম্বর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেবে বলে পুলিশকে জানায়। কিন্তু আদালতে এসে জবানবন্দী দেননি তিনি। পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার জলসা থেকে বাড়ি ফেরেন কানাইঘাট উপজেলার বীরদল ভাড়াারিফৌদ গ্রামের শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আর বাড়ি ফেরেনি মুনতাহা। নিখোঁজের আটদিন পর গত রোববার ভোরে বাড়ির পাশের একটি নালা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে পুলিশ।