০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএমইউ লায়ন্স

আন্তঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে এসএমইউ লায়ন্স। ফাইনালে এসএমইউ-৮ স্টারের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে এই জয় ছিনিয়ে নেয় তারা।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল পাঁচটায় নকআউট পর্বের খেলায় ৬টি দল অংশ নেয়। শুরুতে এক ম্যাচ জিতে টসে রিজার্ভ দল হিসেবে ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করে এসএমইউ-৮ স্টার। আর অতিরিক্ত ম্যাচ খেলে ফাইনাল নিশ্চিত করে এসএমইউ লায়ন্স।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের প্রচার সহযোগী ও স্পন্সর দৈনিক খোলা কাগজ এর সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, স্পন্সর এনাম ফাউন্ডেশন এর কর্ণধার শমসের রাসেল, আইটিএসই প্রতিষ্ঠানের পরিচালক মাইদুল ইসলাম চৌধুরী, ষড়ঋতু প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ূন কবির জুয়েল ও টুর্নামেন্টের জার্সি স্পন্সর এনি সরকার।

সিলেট নগরের কুমারগাঁও গ্রীণ ভ্যালি ইনডোর মাঠে বিকেল ৫টায় খেলা শুরু হয়। যৌথভাবে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন এনাম আহমদ, কয়েস আহমদ, আব্দুস সাত্তার ও নাদীম সীমান্ত।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এবার টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন এসএমইউ-৮ স্টারের নুরুল ইসলাম। সর্বোচ্চ গোলদাতা এসএমইউ লায়ন্সের আবুল হামজা। ম্যাচ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করেন এসএমইউ লায়ন্সের নজরুল ইসলাম। এ ছাড়া খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করা হয়।

বিষয়

আন্তঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএমইউ লায়ন্স

প্রকাশিত: ১১:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

আন্তঃ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে এসএমইউ লায়ন্স। ফাইনালে এসএমইউ-৮ স্টারের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে এই জয় ছিনিয়ে নেয় তারা।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল পাঁচটায় নকআউট পর্বের খেলায় ৬টি দল অংশ নেয়। শুরুতে এক ম্যাচ জিতে টসে রিজার্ভ দল হিসেবে ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করে এসএমইউ-৮ স্টার। আর অতিরিক্ত ম্যাচ খেলে ফাইনাল নিশ্চিত করে এসএমইউ লায়ন্স।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের প্রচার সহযোগী ও স্পন্সর দৈনিক খোলা কাগজ এর সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, স্পন্সর এনাম ফাউন্ডেশন এর কর্ণধার শমসের রাসেল, আইটিএসই প্রতিষ্ঠানের পরিচালক মাইদুল ইসলাম চৌধুরী, ষড়ঋতু প্রতিষ্ঠানের পরিচালক হুমায়ূন কবির জুয়েল ও টুর্নামেন্টের জার্সি স্পন্সর এনি সরকার।

সিলেট নগরের কুমারগাঁও গ্রীণ ভ্যালি ইনডোর মাঠে বিকেল ৫টায় খেলা শুরু হয়। যৌথভাবে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন এনাম আহমদ, কয়েস আহমদ, আব্দুস সাত্তার ও নাদীম সীমান্ত।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এবার টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন এসএমইউ-৮ স্টারের নুরুল ইসলাম। সর্বোচ্চ গোলদাতা এসএমইউ লায়ন্সের আবুল হামজা। ম্যাচ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করেন এসএমইউ লায়ন্সের নজরুল ইসলাম। এ ছাড়া খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করা হয়।