০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩ জন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে সিলেট-ঢাকা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে পিকআপ ভ্যান চালক শিপলু মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি।

সূত্র জানায়, বাহুবলের মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী একটি পিকআপ মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শিপলু মিয়া নিহত হন। আহত হন ৩ জন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অপরদিকে, সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবলের চারগাও নামক স্থানে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: ১০:৪৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩ জন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে সিলেট-ঢাকা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে পিকআপ ভ্যান চালক শিপলু মিয়া ও অজ্ঞাত এক ব্যক্তি।

সূত্র জানায়, বাহুবলের মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী একটি পিকআপ মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মহাসড়কের সুতাং এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক শিপলু মিয়া নিহত হন। আহত হন ৩ জন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অপরদিকে, সিলেট-ঢাকা মহাসড়কের বাহুবলের চারগাও নামক স্থানে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে