০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার বালুর ট্রাকে মিলল ৩০০ বস্তা ভারতীয় চিনি

এবার বালুভর্তি এক ট্রাক থেকে ৩০০ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে জব্দকৃত চিনির বাজার দর প্রায় ১৮ লাখ টাকা।

রবিবার (৭ জুলাই) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দুপুরে বালুভর্তি ট্রাকে ভারতীয় চোরাই চিনি পরিবহনের খবর পেয়ে, সিলেটের মোগলাবাজার থানা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। পরে দুপুর সোয়া দুইটার দিকে গোয়াইনঘাটে একটি ট্রাক ধরা পড়ে। পরে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।

এসময় ট্রাকের চালক জাকির হোসেন (৩৪)’কে আটক করা হয়েছে। তার বাড়ি জৈন্তাপুর উপজেলার পানিছড়ায়।

সিলেট নগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালানের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এবার বালুর ট্রাকে মিলল ৩০০ বস্তা ভারতীয় চিনি

প্রকাশিত: ০৮:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

এবার বালুভর্তি এক ট্রাক থেকে ৩০০ বস্তা চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে জব্দকৃত চিনির বাজার দর প্রায় ১৮ লাখ টাকা।

রবিবার (৭ জুলাই) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দুপুরে বালুভর্তি ট্রাকে ভারতীয় চোরাই চিনি পরিবহনের খবর পেয়ে, সিলেটের মোগলাবাজার থানা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। পরে দুপুর সোয়া দুইটার দিকে গোয়াইনঘাটে একটি ট্রাক ধরা পড়ে। পরে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়।

এসময় ট্রাকের চালক জাকির হোসেন (৩৪)’কে আটক করা হয়েছে। তার বাড়ি জৈন্তাপুর উপজেলার পানিছড়ায়।

সিলেট নগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালানের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’