রুদ্ধশ্বাস ১২০ মিনিটে ১-১ সমতা। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেই টাইব্রেকার ভাগ্যে শেষ হাসি হাসলো ইংল্যান্ড, বিদায় করে দিলো সুইজারল্যান্ডকে। সুইসদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল।
এর আগে এমবোলোর গোলে সুইসরা ধরেই নিয়েছিল, তারা ইংল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছে। কিন্তু বুকায়ো সাকার দুর্দান্ত গোল ইংলিশদের সমতায় ফিরিয়ে ম্যাচ নিয়ে গেলো অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হলে ম্যাচ অবশেষে গড়ালো টাইব্রেকারে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় ছিল।
সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে
টুর্নামেন্টে খারাপ খেলার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখে ইংলিশরা। সুইসদের ডি বক্সের ভেতর নজর কাড়ার মতো তেমন আক্রমণই করতে পারেনি তারা।
দুই দলই ৫০ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেললেও আর কোনো গোলের সুযোগ তৈরি করতে না পারলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।