শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়া স্পেন অবশেষে ৪-১ গোলে জর্জিয়াকে ভাসিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।
রদ্রির গোলে প্রথমার্ধেই সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো।
ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নেওয়া স্পেন পঞ্চম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়ে যায়। ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান দানি কারভাহাল। ছুটে এসে স্লাইডে চেষ্টা করেন পেদ্রি; কিন্তু যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি। সহজেই বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক।
১৮ মিনিটে প্রথম প্রতি-আক্রমণ শাণায় জর্জিয়া এবং তা থেকেই এগিয়ে যায় দলটি। ডান দিক থেকে বক্সে সতীর্থকে খুঁজে নিতে দারুণ নিচু ক্রস বাড়ান কাকাবাদজে। পেছনে প্রতিপক্ষের স্ট্রাইকারের কাছে বল যাওয়া রুখতে হাঁটু দিয়ে বল আটকানোর চেষ্টা করেন স্প্যানিশ ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড; কিন্তু বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে চলে যায় জালে।
উইলিয়ামসের কাটব্যাক থেকে রদ্রি সমতা ফেরান ম্যাচের ৩৯ মিনিটে। ৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেওয়া গোলটা করেন রুইস। ৭৫ মিনিটে স্পেনের এর পরের গোলটার পাস বাড়িয়েছেন রুইস নিজেই, এবার গোলদাতা উইলিয়ামস। আর ম্যাচের ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ৪-১ করেন দানি ওলমো।
আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।