সোনাক্ষী সিনহা বিয়ে করলেন অভিনেতা জাহির ইকবালকে। তাদের সাত বছরের সম্পর্ক বিয়েতে রূপ নিল। রোববার জাহিরের নামে সোনাক্ষী সিঁদুর পরলেন সিঁথিতে । বর্তমানে তার আরও একটি পরিচয় হলো মিসেস ইকবাল। সকালে বিয়ে হলো, আর রাতে রিসেপশন।
সোনাক্ষীর হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, জাহিরের সঙ্গে তার প্রেম এবং বলিউডে অভিনেত্রীর অভিষেক— এর সব কিছুর পেছনে অবদান ছিল সালমান খানের। আর এদিন তাদের দুজনের বিয়ের রিসেপশনে যোগ দিলেন বলিউড ভাইজানখ্যাত সালমান খান। গায়ে কালো স্যুট পরে তিনি এসেছিলেন ‘ঘটক’ হিসেবে। তাকে ঘটক বলার কারণ তো সবারই জানা। তিনিই জাহির ও সোনাক্ষীর ম্যাচমেকার হিসেবে কাজ করেন। একাধিক মৃত্যুর হুমকি উপেক্ষা করে, এদিন কড়া নিরাপত্তায় চলে আসেন সালমান খান। বিয়েতে এসেছিলেন সালমানের বোন অর্পিতা খান ও আয়ুশ শর্মাও। আর্পিতা ছিলেন জাহিরের স্কুলের সহপাঠী।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, ২৩ জুন রোববার সকালের দিকে আইনি বিয়ে করেন সোনাক্ষী ও জাহির ইকবাল। কাগজে সই করে বিয়ে করেন তারা। এরপর রাতের রিসেপশন পার্টিতে বসল চাঁদের হাট। লাল শাড়ি, সিঁথি ভরা সিঁদুরে সেজেছিলেন নতুন বউ। মাথার খোঁপাতে সাদা ফুল। আর হাতের পাতায় আলতা, চুড়া, গলায় ভারি গহনা। সুপার হিট বউ হলেন শত্রুঘ্নকন্যা। আর জাহিরের শেরওয়ানিও ছিল সাদা রঙেরই।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে সালমান খানের ছবি ‘দাবাং’ দিয়েই সোনাক্ষীর অভিনয় শুরু। আর শুধু সোনাক্ষীই নয়, জাহিরকেও বলিউডে প্রথম সুযোগ করে দেন সালমানই। ২০১৯ সালে সালমান খানের প্রযোজনা সংস্থার ছবি ‘নোটবুক’-এ জ়াহিরের প্রথম অভিনয়। বোঝাই যাচ্ছে— সোনাক্ষী আর জাহিরের সঙ্গে ভালো সম্পর্ক এ অভিনেতার। ‘নোটবুক’ ছবিটি মুক্তির সময় সালমান বলেছিলেন, ‘ইকবাল রতনসি আমার ছোটবেলার বন্ধু।
সোনাক্ষীর পরিবারে কয়েক দিনে এই বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি। সোনাক্ষী তার লাইফ পার্টনার হিসেবে মুসলিম জাহিরকে বিয়ে করায় মত নেই পরিবারের, রটেছিল এমনটিও। শেষে এগিয়ে এসে অভিনেত্রীর বাবাই ‘খামোশ’ বলে চুপ করান কটাক্ষকারীদের। গোটা সিনহা পরিবারকে এদিন দেখা গেল বড় মেয়ের পাশে।
সোনাক্ষীর হবু স্বামী জাহির ইকবালের বাবা ইকবাল রতনসি পেশায় একজন গহনা ব্যবসায়ী। সালমানের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা।