টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশকে ২৮ রানে (ডি/এল) হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ৮ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১০০ রান তুলে ফেলে ১১.২ ওভারে। এর আগে বৃষ্টি বাগড়া দেয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। অবশ্য এতে সমস্যা হয়নি। পরেরবার যখন বন্ধ হলো তখন বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ২৮ রানে এগিয়ে ছিল।
সুপার এইটে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ভারত ও আফগানিস্তানের সঙ্গে। আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই অ্যান্টিগাতেই। আফগানিস্তানের সঙ্গে ২৫ জুন ভোরে খেলা রয়েছে সেন্ট ভিনসেন্টে।
অস্ট্রেলিয়ার ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়। জাকের আলীকে বসিয়ে মাহেদী হাসানকে নেয়া হয়। বাংলাদেশ ব্যাটিং উইকেটে অস্ট্রেলিয়ার চৌকস বোলিংয়ের সঙ্গে পেরে ওঠেনি। প্যাট কামিন্স তো হ্যাটট্রিকই করেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে এটি সপ্তম হ্যাটট্রিক। ১৯ রানে ৩ উইকেট নেয়ায় তিনি ম্যাচসেরা হন।
তানজিদ হাসান সুবিধা করতে পারেননি। শূন্য রানে ফেরেন। লিটন ২৫ বলে করেছেন ১৬ রান। শান্তর স্কোর ৩৬ বলে ৪১ । তাওহিদ হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসটি সুন্দর ছিল। সাকিব এদিন ৮ রানেই শেষ।
অস্ট্রেলিয়া ব্যাটিং ঝড় শুরু করে। ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন। হেড ৩১ ও মার্শ ১ রানে ফেরেন। ম্যাক্সওয়েল ৬ বলে ১৪ রান করে উইকেটে ছিলেন।
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ আবার চমৎকার বোলিংয়ে করেছেন। ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট তার।