১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পর্তুগালের

ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর পর্তুগাল। বল দখলেও তাদের দাপট ছিল। তবু প্রথমে এগিয়ে যায় চেক রিপাবলিক। পরে তাদের আত্মঘাতী গোলে পর্তুগাল সমতায় ফিরলেও ম্যাচটা শেষ হতে যাচ্ছিল ড্রয়ে। সেখান থেকে ইনজুরি টাইমের গোলে নাটকীয় জয় পায় রোনালদোর দল

অবশেষে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশীপের শুভসূচনা করেছে পর্তুগাল।

তবে পুর্তগালের জয়ের ম্যাচ গোল শূন্য থাকতে হয়েছে রোনালদোকে। অবশ্য একাধিকবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি এই পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় চেক রিপাবলিক। ৬২ মিনিটে ভ্লাদিমির কাউফেলের অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন লুকাস প্রভোড।

পর্তুগিজদের অবশ্য বেশিক্ষণ হতাশায় থাকতে হয়নি। ৭ মিনিট পরই সমতায় ফেরে তারা। ছয় গজ দূর থেকে নুনু মেন্ডেজের শট আটকে দিলেও হাতে রাখতে পারেননি চেক গোলরক্ষক স্টানেক। বল ছুটে সামনে দাঁড়িয়ে থাকা সতীর্থ রবিন রানাকের পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।

৮৭ মিনিটে এগিয়ে উৎসবে মেতেছিল পর্তুগাল। কিন্তু ডিয়েগো জটার গোল বাতিল হয়ে যায় রোনালদো অফসাইডে থাকার কারণে। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়।

তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটেই পেদ্রো নেতোর পাস ছয় গজ বক্সে পেয়ে তা জালে জড়িয়ে দেন বদলি ফ্রান্সিসকো কনসেইসাও। শেষ মুহূর্তের এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পর্তুগালের

প্রকাশিত: ০৩:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর পর্তুগাল। বল দখলেও তাদের দাপট ছিল। তবু প্রথমে এগিয়ে যায় চেক রিপাবলিক। পরে তাদের আত্মঘাতী গোলে পর্তুগাল সমতায় ফিরলেও ম্যাচটা শেষ হতে যাচ্ছিল ড্রয়ে। সেখান থেকে ইনজুরি টাইমের গোলে নাটকীয় জয় পায় রোনালদোর দল

অবশেষে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশীপের শুভসূচনা করেছে পর্তুগাল।

তবে পুর্তগালের জয়ের ম্যাচ গোল শূন্য থাকতে হয়েছে রোনালদোকে। অবশ্য একাধিকবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি এই পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় চেক রিপাবলিক। ৬২ মিনিটে ভ্লাদিমির কাউফেলের অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন লুকাস প্রভোড।

পর্তুগিজদের অবশ্য বেশিক্ষণ হতাশায় থাকতে হয়নি। ৭ মিনিট পরই সমতায় ফেরে তারা। ছয় গজ দূর থেকে নুনু মেন্ডেজের শট আটকে দিলেও হাতে রাখতে পারেননি চেক গোলরক্ষক স্টানেক। বল ছুটে সামনে দাঁড়িয়ে থাকা সতীর্থ রবিন রানাকের পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়।

৮৭ মিনিটে এগিয়ে উৎসবে মেতেছিল পর্তুগাল। কিন্তু ডিয়েগো জটার গোল বাতিল হয়ে যায় রোনালদো অফসাইডে থাকার কারণে। নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়।

তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটেই পেদ্রো নেতোর পাস ছয় গজ বক্সে পেয়ে তা জালে জড়িয়ে দেন বদলি ফ্রান্সিসকো কনসেইসাও। শেষ মুহূর্তের এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।