১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোতে শুভ সূচনা তুরস্কের

৩-১ গোলের ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করলো তুরস্ক। ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউরেশিয়ান দেশটি। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় তুরস্ক। ডিবক্সের সামান্য ভেতর থেকে ডান পায়ের ভলি শটে দুর্দান্ত এক গোল করেন মুলডুর।

গোল দিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তুরস্ক। ৩২ মিনিটেই সমতায় ফেরে জর্জিয়া। মিকাউতাদজের ডান পায়ের দারুণ শটে গোল জর্জিয়াকে এনে দেয় বড় কোনো টুর্নামেন্টের প্রথম গোল।

১-১ সমতায় থেকে বিরতি থেকে ফিরে গোল করতে মরিয়া হয়ে পড়ে দুই দলই।৬৫ মিনিটে তুরস্ককে এগিয়ে দেন ১৯ বছরের তরুণ তুর্কি আর্দা গুলার। ডিবক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সর্বকনিষ্ঠ হিসেবে ইউরোতে গোল করেন গুলার।

ম্যাচের অতিরিক্ত সময়ে জর্জিয়ার গোলরক্ষক তুরস্কের ডিবক্সে চলে আসলে, জর্জিয়ার গোলমুখ ফাঁকা পেয়ে তুরস্কের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আকতুরকগলু।

ইউরোতে শুভ সূচনা তুরস্কের

প্রকাশিত: ১২:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

৩-১ গোলের ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে ইউরোতে শুভ সূচনা করলো তুরস্ক। ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউরেশিয়ান দেশটি। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় তুরস্ক। ডিবক্সের সামান্য ভেতর থেকে ডান পায়ের ভলি শটে দুর্দান্ত এক গোল করেন মুলডুর।

গোল দিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তুরস্ক। ৩২ মিনিটেই সমতায় ফেরে জর্জিয়া। মিকাউতাদজের ডান পায়ের দারুণ শটে গোল জর্জিয়াকে এনে দেয় বড় কোনো টুর্নামেন্টের প্রথম গোল।

১-১ সমতায় থেকে বিরতি থেকে ফিরে গোল করতে মরিয়া হয়ে পড়ে দুই দলই।৬৫ মিনিটে তুরস্ককে এগিয়ে দেন ১৯ বছরের তরুণ তুর্কি আর্দা গুলার। ডিবক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সর্বকনিষ্ঠ হিসেবে ইউরোতে গোল করেন গুলার।

ম্যাচের অতিরিক্ত সময়ে জর্জিয়ার গোলরক্ষক তুরস্কের ডিবক্সে চলে আসলে, জর্জিয়ার গোলমুখ ফাঁকা পেয়ে তুরস্কের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আকতুরকগলু।