০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটের সূচি

সুপার এইটের আটটি দলকেই পেয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় আজ সকালে বাংলাদেশ নেপালকে হারাতেই সুপার এইটের অষ্টম দলটিকে পেয়ে যায় ২০ ওভারের ক্রিকেটের নবম বিশ্বকাপ। ‘ডি২’ হিসেবে বাংলাদেশের নামটি নিশ্চিত হতেই চূড়ান্ত হয়ে যায় সুপার এইটের সূচিও।

সুপার এইট পর্ব শুরু হবে ১৯ জুন। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১ নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে ২ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে। একইভাবে ২ নম্বর গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ১ নম্বর গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। তবে আইসিসির অদ্ভুত সূচি প্রণয়ন ‘রীতি’র কারণে কোন সেমিফাইনাল কবে কোন ভেন্যুতে হবে, এখনো ঠিক হয়নি।

সুপার এইটের গ্রুপ

গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

সুপার এইটের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
১৯ জুন যুক্তরাষ্ট্র–দক্ষিণ আফ্রিকা অ্যান্টিগা রাত ৮–৩০ মি.
২০ জুন ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়া সকাল ৬–৩০ মি.
২০ জুন আফগানিস্তান–ভারত বার্বাডোজ রাত ৮–৩০ মি.
২১ জুন অস্ট্রেলিয়া–বাংলাদেশ অ্যান্টিগা সকাল ৬–৩০ মি.
২১ জুন ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা সেন্ট লুসিয়া রাত ৮–৩০ মি.
২২ জুন যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজ বার্বাডোজ সকাল ৬–৩০ মি.
২২ জুন ভারত–বাংলাদেশ অ্যান্টিগা রাত ৮–৩০ মি.
২৩ জুন আফগানিস্তান–অস্ট্রেলিয়া সেন্ট ভিনসেন্ট সকাল ৬–৩০ মি.
২৩ জুন যুক্তরাষ্ট্র–ইংল্যান্ড বার্বাডোজ রাত ৮–৩০ মি.
২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা অ্যান্টিগা সকাল ৬–৩০ মি.
২৪ জুন অস্ট্রেলিয়া–ভারত সেন্ট লুসিয়া রাত ৮–৩০ মি.
২৫ জুন আফগানিস্তান–বাংলাদেশ সেন্ট ভিনসেন্ট সকাল ৬–৩০ মি.

আরও পড়ুন
বিষয়

জেনে নিন টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটের সূচি

প্রকাশিত: ০৭:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

সুপার এইটের আটটি দলকেই পেয়ে গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় আজ সকালে বাংলাদেশ নেপালকে হারাতেই সুপার এইটের অষ্টম দলটিকে পেয়ে যায় ২০ ওভারের ক্রিকেটের নবম বিশ্বকাপ। ‘ডি২’ হিসেবে বাংলাদেশের নামটি নিশ্চিত হতেই চূড়ান্ত হয়ে যায় সুপার এইটের সূচিও।

সুপার এইট পর্ব শুরু হবে ১৯ জুন। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১ নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে ২ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে। একইভাবে ২ নম্বর গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ১ নম্বর গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। তবে আইসিসির অদ্ভুত সূচি প্রণয়ন ‘রীতি’র কারণে কোন সেমিফাইনাল কবে কোন ভেন্যুতে হবে, এখনো ঠিক হয়নি।

সুপার এইটের গ্রুপ

গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

সুপার এইটের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়
১৯ জুন যুক্তরাষ্ট্র–দক্ষিণ আফ্রিকা অ্যান্টিগা রাত ৮–৩০ মি.
২০ জুন ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়া সকাল ৬–৩০ মি.
২০ জুন আফগানিস্তান–ভারত বার্বাডোজ রাত ৮–৩০ মি.
২১ জুন অস্ট্রেলিয়া–বাংলাদেশ অ্যান্টিগা সকাল ৬–৩০ মি.
২১ জুন ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা সেন্ট লুসিয়া রাত ৮–৩০ মি.
২২ জুন যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজ বার্বাডোজ সকাল ৬–৩০ মি.
২২ জুন ভারত–বাংলাদেশ অ্যান্টিগা রাত ৮–৩০ মি.
২৩ জুন আফগানিস্তান–অস্ট্রেলিয়া সেন্ট ভিনসেন্ট সকাল ৬–৩০ মি.
২৩ জুন যুক্তরাষ্ট্র–ইংল্যান্ড বার্বাডোজ রাত ৮–৩০ মি.
২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা অ্যান্টিগা সকাল ৬–৩০ মি.
২৪ জুন অস্ট্রেলিয়া–ভারত সেন্ট লুসিয়া রাত ৮–৩০ মি.
২৫ জুন আফগানিস্তান–বাংলাদেশ সেন্ট ভিনসেন্ট সকাল ৬–৩০ মি.

আরও পড়ুন