০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোডমার্চে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আমীর খসরুর

সিলেট মহাসড়কে বিএনপির ‘রোডমার্চ’ কর্মসূচিতে বাস-ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোডমার্চ নিয়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকা অতিক্রম করার সময় সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘এটা হচ্ছে বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের টিকে থাকার শেষ চেষ্টা। এতে শেষ রক্ষা হবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে। আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবি মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গুম-খুন করে, মিথ্যা মামলা দিয়ে, শাস্তি দিয়ে, জেলে পাঠিয়ে কোনোভাবে রক্ষা হবে না। সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।’

আমীর খসরু মাহমুদ আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে, নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রত্যেক দিন নাটক করে জনগণকে দেখাতে চায়, তারা বিপদ কাটিয়ে উঠেছে।’

দুপুর ১২টার দিকে ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের অগ্রভাগে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গাড়িবহর দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় এসে পৌঁছায়। সেখানে গাড়িতে বসেই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তরুণ সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনার সরকারকে আর কোনো শক্তিই রক্ষা করতে পারবে না। তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে, তা সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে।’

বিষয়

রোডমার্চে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আমীর খসরুর

প্রকাশিত: ১২:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

সিলেট মহাসড়কে বিএনপির ‘রোডমার্চ’ কর্মসূচিতে বাস-ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোডমার্চ নিয়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকা অতিক্রম করার সময় সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘এটা হচ্ছে বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের টিকে থাকার শেষ চেষ্টা। এতে শেষ রক্ষা হবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে। আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবি মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গুম-খুন করে, মিথ্যা মামলা দিয়ে, শাস্তি দিয়ে, জেলে পাঠিয়ে কোনোভাবে রক্ষা হবে না। সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।’

আমীর খসরু মাহমুদ আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে, নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রত্যেক দিন নাটক করে জনগণকে দেখাতে চায়, তারা বিপদ কাটিয়ে উঠেছে।’

দুপুর ১২টার দিকে ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের অগ্রভাগে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গাড়িবহর দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় এসে পৌঁছায়। সেখানে গাড়িতে বসেই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তরুণ সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনার সরকারকে আর কোনো শক্তিই রক্ষা করতে পারবে না। তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে, তা সরকার পতনের মধ্য দিয়ে শেষ হবে।’