সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে পৃথক অভিযান পরিচালনা করে ১৮জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শরীফগঞ্জ ও পৌর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার স্বরসতী গ্রামের মৃত আনফর আলীর ছেলে আলী হোসেন (৪১), মৃত নজির আলীর ছেলে দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার ছেলে সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর ছেলে আলীম উদ্দিন (৪৫), বাঘা লালনগর গ্রামের বাতির আলীর ছেলে বাবলু মিয়া (৩৫), মৃত নসির উদ্দিনের ছেলে জুমন আহমদ (২৫), মৃত খালিক মিয়ার ছেলে মো: নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহর ছেলে আজিম উদ্দিন উরফে মো: বিরু (৩৪), আসাব আলীর ছেলে রশিদ আহমদ (৩৫), শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের জাফর আলীর ছেলে রকিব মিয়া (২৮), পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার ছেলে নূর মিয়া (৪৫), মৃত সুরুজ আলীর ছেলে মাহতাব উদ্দিন মাতাব (৫৩), মৃত রজব আলীর ছেলে স্বপন আহমদ (৩৭), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), মৃত আবুল কাশেমের ছেলে রশিদ মিয়া (৩০), মৃত আব্দুল ছোবহানের ছেলে হবি আলম (৩৫), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩২)।
পৃথক অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬ বান্ডিল তাস, ৯ টি মোবাইল সেট ও নগদ ১৯৩০৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জুয়াড়ি গ্রেফতারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।