পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের নারীরা। তার আগের দিন দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর জেলার ঐতিহাসিক নিদর্শনের সামনে ট্রফি উন্মোচন করেন।
শনিবার দুপুরে সিলেট নগরের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচন করা হয়।
এর আগে সিরিজ সামনে রেখে গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক নাহিদা আক্তার। সেখানে তীব্র তাপদাহের মধ্যে ম্যাচ খেলার প্রসঙ্গ ছাড়াও উঠে আসে সবশেষ সিরিজে দুদলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে।
নাহিদা বলেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেয়া উচিত নয়। তারপরও আমরা বলব, ঢাকার থেকে এখানে…আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে। এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি।’