সুনামগঞ্জে তাণ্ডব চালিয়েছে ঝড় ও শিলাবৃষ্টি। এতে পৌর শহরের কালিবাড়ি আবাসিক এলাকায় গাছ ভেঙে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন– রয়েল আহমদ ও সাদ্দাম হোসেন। তাৎক্ষণিকভাবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বাজার পয়েন্ট থেকে হাছননগরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে ঝড়ের কবলে পড়ে। এ সময় চলন্ত অবস্থায় গাছের ডাল ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেটে পাঠান হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিরুপম রায় চৌধুরী জানান, ঝড়ের কবলে সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনা আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেটে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।