০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

বিয়ানীবাজার সংবাদদাতা :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মেওয়ায় মাদ্রাসার সম্মুখে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মিলন বেগম দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামীর প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৭৯০০) মেওয়া এলাকায় পৌছলে রাস্তার পাশ দিয়ে হাটা মিলন বেগমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে করে ওই মহিলা রাস্তার পাশ থেকে ছিটকে পাশ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। গাড়ির গতি সামলাতে না পেরে রাস্তার পশ্চিম পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। ফলে গাড়িটির ইঞ্জিন বিকট আকার শব্দ করে। বিকট শব্দ শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে এসে পাশ্ববর্তী ডোবা থেকে মহিলাকে উদ্ধার করে। পরে লাশ বিয়ানীবাজার থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত মিলন বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, বাঁশ বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন তিনি। বরাবরের মতো আজও তিনি এসব জিনিসপত্র নিয়ে গ্রামের বিভিন্ন এলাকায় যান। কিন্তু একটি মাত্র সড়ক দূর্ঘটনা তাঁকে তার পরিবারের কাছে ফিরতে দেয়নি। নিহত মিলন বেগম ৪ মেয়ে ও ১ পুত্র সন্তানের জননী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, তিনি দূর্ঘটনার সংবাদ শুনা মাত্র ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন প্রাইভেট কারটি মহিলাকে পেছন থেকে ধাক্কা দেয়। মহিলা রাস্তার পাশ দিয়ে হাটছিলেন বলেও তিনি নিশ্চিত করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় আহত চালক পুলিশ হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

বিষয়

বিয়ানীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু, চালক আটক

প্রকাশিত: ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বিয়ানীবাজার সংবাদদাতা :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মেওয়ায় মাদ্রাসার সম্মুখে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মিলন বেগম দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামীর প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৭৯০০) মেওয়া এলাকায় পৌছলে রাস্তার পাশ দিয়ে হাটা মিলন বেগমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে করে ওই মহিলা রাস্তার পাশ থেকে ছিটকে পাশ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। গাড়ির গতি সামলাতে না পেরে রাস্তার পশ্চিম পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। ফলে গাড়িটির ইঞ্জিন বিকট আকার শব্দ করে। বিকট শব্দ শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে এসে পাশ্ববর্তী ডোবা থেকে মহিলাকে উদ্ধার করে। পরে লাশ বিয়ানীবাজার থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত মিলন বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, বাঁশ বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন তিনি। বরাবরের মতো আজও তিনি এসব জিনিসপত্র নিয়ে গ্রামের বিভিন্ন এলাকায় যান। কিন্তু একটি মাত্র সড়ক দূর্ঘটনা তাঁকে তার পরিবারের কাছে ফিরতে দেয়নি। নিহত মিলন বেগম ৪ মেয়ে ও ১ পুত্র সন্তানের জননী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, তিনি দূর্ঘটনার সংবাদ শুনা মাত্র ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন প্রাইভেট কারটি মহিলাকে পেছন থেকে ধাক্কা দেয়। মহিলা রাস্তার পাশ দিয়ে হাটছিলেন বলেও তিনি নিশ্চিত করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় আহত চালক পুলিশ হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।