০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পৃথক ঘটনায় দুই খুন

মৌলভীবাজারের রাজনগরে পৃথক দুই ঘটনায় দুইজন খুন হয়েছেন।

ভাইয়ের কুড়ালের আঘাতে ভাই ও ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এর মধ্যে অটোরিকশাচালক খুনের ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. হোসেন মিয়াকে নিজ ঘরে তারই ছোট ভাই কলেজছাত্র আবুল হোসেন মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে হোসেন গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অস্থায় দুুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। এনিয়ে পরিবারের কেউই মুখ খুলছেন না।

অপরদিকে রাজনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার সিএনজি স্ট্যান্ডে (উত্তর বাজার) এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম ছোয়াব আলী (৩৮)। তিনি মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। গ্রেপ্তার দুই ভাই হলেন কাসেম আলী ও তার ভাই কোহিনুর মিয়া। তারা মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার।

তিনি বলেন, দুই ঘটনায়ই হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়

মৌলভীবাজারে পৃথক ঘটনায় দুই খুন

প্রকাশিত: ০৭:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে পৃথক দুই ঘটনায় দুইজন খুন হয়েছেন।

ভাইয়ের কুড়ালের আঘাতে ভাই ও ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এর মধ্যে অটোরিকশাচালক খুনের ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. হোসেন মিয়াকে নিজ ঘরে তারই ছোট ভাই কলেজছাত্র আবুল হোসেন মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে হোসেন গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অস্থায় দুুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। এনিয়ে পরিবারের কেউই মুখ খুলছেন না।

অপরদিকে রাজনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার সিএনজি স্ট্যান্ডে (উত্তর বাজার) এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার আসামি দুই ভাইকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালকের নাম ছোয়াব আলী (৩৮)। তিনি মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে। গ্রেপ্তার দুই ভাই হলেন কাসেম আলী ও তার ভাই কোহিনুর মিয়া। তারা মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার।

তিনি বলেন, দুই ঘটনায়ই হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।