০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টিলার মাটি দিয়ে রিসোর্টের জায়গা ভরাট, অর্ধ কোটি টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর পাঁচ তারকা রিসোর্টের জায়গা ভরাটে টিলা কেটে মাটি ব্যবহারের সত্যতা পাওয়ায় ফতেহপুর এস্টেট লিমিটেড এর মালিক আহদ রাজীব সামদানীকে ৫০ লাখ ১৭ হাজার ৩১৩ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

গত ১২ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জরিমানার এই আদেশ দেন।

সিলেট পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে যান। সেখানে গোল্ডেন হারভেস্ট গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানের অভ্যন্তরে ফতেহপুর এস্টেট লিমিটেড নামীয় প্রকল্পের কর্তৃপক্ষ পার্শ্ববর্তী টিলার ভূমি থেকে মাটি কাটার সত্যতা পান। এরপর পরিদর্শন শেষে পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা ও সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক একটি প্রেতিবেদন দাখিল করেন।

সিলেট পরিবেশ অধিদফতর সূত্র আরো জানায়, ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ অধিদফতর সিলেট অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়। পাশাপাশি বিবাদীকে ১২ ফেব্রুয়ারি শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ প্রদান করা হয়।

শুনানির দিন এটি প্রমাণিত হয়, টিলার মাটি দ্বারা নিচু জমি ভরাট এবং এই স্থানে পরিবেশ অধিদফতরের  ছাড়পত্র গ্রহণ না করে কটেজ নির্মাণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী। বিবাদী অবৈধ টিলার মাটি জেনেও মৌখিক আলোচনায় (বিবাদীর বক্তব্য অনুযায়ী) ওই মাটি দ্বারা প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য প্রায় ৯৬ হাজার ২৫০ বর্গফুট টিলা মাটি কর্তন করেছেন। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দফতরের ছাড়পত্র ব্যতীত প্রকল্পের নির্মাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন ও ঢিলার ভূমি কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ৫০ লাখ ১৭ হাজার ৩১৩ টাকা জরিমানা করা হয়। টিলার পার্শ্ববর্তী অপরাপর স্থানে টিলা কর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক সহকারী পরিচালক, পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয় নিয়মিত মামলা করবেন।

সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রকল্প এলাকায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে পাঁচ তারকা মানের কটেজ, রেস্টুরেন্ট, রিসিপশন, মিটিং কক্ষ ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। যেখানে প্রকল্পের কাজ চলছে সে জায়গা নিচু হওয়ায় পার্শ্ববর্তী টিলা থেকে মাটি কেটে এনে এই জায়গা ভরাট করা হচ্ছে। তাছাড়া এ ধরণের প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র গ্রহণের বিধান থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি। তাই এই ফতেহপুর এস্টেট লিমিটেড নামীয় প্রকল্পের কর্তৃপক্ষকে ৫০ লাখ ১৭ হাজার ৩১৩ টাকা জরিমানা করা হয়।

বিষয়

টিলার মাটি দিয়ে রিসোর্টের জায়গা ভরাট, অর্ধ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর পাঁচ তারকা রিসোর্টের জায়গা ভরাটে টিলা কেটে মাটি ব্যবহারের সত্যতা পাওয়ায় ফতেহপুর এস্টেট লিমিটেড এর মালিক আহদ রাজীব সামদানীকে ৫০ লাখ ১৭ হাজার ৩১৩ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

গত ১২ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জরিমানার এই আদেশ দেন।

সিলেট পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে যান। সেখানে গোল্ডেন হারভেস্ট গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানের অভ্যন্তরে ফতেহপুর এস্টেট লিমিটেড নামীয় প্রকল্পের কর্তৃপক্ষ পার্শ্ববর্তী টিলার ভূমি থেকে মাটি কাটার সত্যতা পান। এরপর পরিদর্শন শেষে পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা ও সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক একটি প্রেতিবেদন দাখিল করেন।

সিলেট পরিবেশ অধিদফতর সূত্র আরো জানায়, ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ অধিদফতর সিলেট অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়। পাশাপাশি বিবাদীকে ১২ ফেব্রুয়ারি শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ প্রদান করা হয়।

শুনানির দিন এটি প্রমাণিত হয়, টিলার মাটি দ্বারা নিচু জমি ভরাট এবং এই স্থানে পরিবেশ অধিদফতরের  ছাড়পত্র গ্রহণ না করে কটেজ নির্মাণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী। বিবাদী অবৈধ টিলার মাটি জেনেও মৌখিক আলোচনায় (বিবাদীর বক্তব্য অনুযায়ী) ওই মাটি দ্বারা প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য প্রায় ৯৬ হাজার ২৫০ বর্গফুট টিলা মাটি কর্তন করেছেন। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দফতরের ছাড়পত্র ব্যতীত প্রকল্পের নির্মাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন ও ঢিলার ভূমি কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ৫০ লাখ ১৭ হাজার ৩১৩ টাকা জরিমানা করা হয়। টিলার পার্শ্ববর্তী অপরাপর স্থানে টিলা কর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক সহকারী পরিচালক, পরিবেশ অধিদফতর, সিলেট জেলা কার্যালয় নিয়মিত মামলা করবেন।

সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রকল্প এলাকায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে পাঁচ তারকা মানের কটেজ, রেস্টুরেন্ট, রিসিপশন, মিটিং কক্ষ ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। যেখানে প্রকল্পের কাজ চলছে সে জায়গা নিচু হওয়ায় পার্শ্ববর্তী টিলা থেকে মাটি কেটে এনে এই জায়গা ভরাট করা হচ্ছে। তাছাড়া এ ধরণের প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র গ্রহণের বিধান থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি। তাই এই ফতেহপুর এস্টেট লিমিটেড নামীয় প্রকল্পের কর্তৃপক্ষকে ৫০ লাখ ১৭ হাজার ৩১৩ টাকা জরিমানা করা হয়।