০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত‍্যু

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার পৃথক স্থানে দুই শিশু ও সদর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪)  সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পানিতে পড়ার বিষয়টি বুঝতে পেরে পুকুর থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা  মাধবপুর উপজেলা  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে উপজেলার ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার  করে হাসপাতালে নেওয়া হয়।

মাধবপুর উপজেলা কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

এদিকে শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে পুকুরে ডুবে রিফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি জানান বিকেল ৪টার দিকে ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে রিফাত সকলের অগোচরে পানিতে ডুবে যায়। স্বজনেরা পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত‍্যু

প্রকাশিত: ০৪:১৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার পৃথক স্থানে দুই শিশু ও সদর উপজেলায় এক শিশুর মৃত্যু হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪)  সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পানিতে পড়ার বিষয়টি বুঝতে পেরে পুকুর থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা  মাধবপুর উপজেলা  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে উপজেলার ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার  করে হাসপাতালে নেওয়া হয়।

মাধবপুর উপজেলা কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বণিক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

এদিকে শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে পুকুরে ডুবে রিফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি জানান বিকেল ৪টার দিকে ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে রিফাত সকলের অগোচরে পানিতে ডুবে যায়। স্বজনেরা পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।