০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা

ছাত্রাবাসে পানি ও ইতিহাস বিভাগে শিক্ষক সংকট নিরসনসহ তিন দফা দাবিতে সিলেটের মুরারি চাঁদ এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে অধ্যক্ষের কার্যালয় তালা দিয়ে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টায় এ রিপোর্ট লেখার সময় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ।

অপরদিকে দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে মিছিল ও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, কলেজের ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস থেকে একজন শিক্ষকও নেই এ বিভাগে। এছাড়া ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে পানির সংকট। এসব সমস্যা সমাধানে অধ্যক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না। বৃহস্পতিবার এসব সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। বৈঠকে কোনো সমাধান হয়নি। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে আন্দোলন করছেন।
কলেজের শিক্ষার্থী সাব্বির শুভ বলেন, ছাত্রাবাসের সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। লিখিত আবেদনও দেওয়া হয়েছে। ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক। বর্তমানে একজন শিক্ষকও নেই। এসবের কোনো সমাধান করা হচ্ছে না। গতকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসেও কোনো সমাধান না আসায় অধ্যক্ষের কার্যালয় তালা দেওয়া হয়েছে।
 এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ মুঠোফোনে বলেন, শিক্ষক ও ছাত্রাবাসে পানি সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে বসেছিল। তাদের দাবি মেনে নিতে কিছু সময় চাওয়া হয়েছে। কিন্তু তারা তাতে রাজি না। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-আজকের মধ্যে ডিপটিউবওয়েল বসাতে হবে। কিন্তু একটি টিউবওয়েল বসাতে কমপক্ষে ২ লাখ টাকা লাগবে। একদিনের মধ্যে এটা চাইলেই সম্ভব না। একটা প্রক্রিয়া আছে, সময় লাগবে। তাচাড়া শিক্ষক সংকট সমাধান করতে হলে মন্ত্রণালয় থেকে শিক্ষকদের পদায়ন করতে হবে। এটা আমার হাতে নেই। তাই শিক্ষার্থীরা আমাকে তালাবদ্ধ করে রেখেছে। আমি এখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছি।
বিষয়

এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

ছাত্রাবাসে পানি ও ইতিহাস বিভাগে শিক্ষক সংকট নিরসনসহ তিন দফা দাবিতে সিলেটের মুরারি চাঁদ এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে অধ্যক্ষের কার্যালয় তালা দিয়ে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টায় এ রিপোর্ট লেখার সময় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ।

অপরদিকে দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে মিছিল ও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, কলেজের ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস থেকে একজন শিক্ষকও নেই এ বিভাগে। এছাড়া ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে পানির সংকট। এসব সমস্যা সমাধানে অধ্যক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না। বৃহস্পতিবার এসব সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। বৈঠকে কোনো সমাধান হয়নি। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে আন্দোলন করছেন।
কলেজের শিক্ষার্থী সাব্বির শুভ বলেন, ছাত্রাবাসের সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। লিখিত আবেদনও দেওয়া হয়েছে। ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক। বর্তমানে একজন শিক্ষকও নেই। এসবের কোনো সমাধান করা হচ্ছে না। গতকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসেও কোনো সমাধান না আসায় অধ্যক্ষের কার্যালয় তালা দেওয়া হয়েছে।
 এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ মুঠোফোনে বলেন, শিক্ষক ও ছাত্রাবাসে পানি সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে বসেছিল। তাদের দাবি মেনে নিতে কিছু সময় চাওয়া হয়েছে। কিন্তু তারা তাতে রাজি না। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-আজকের মধ্যে ডিপটিউবওয়েল বসাতে হবে। কিন্তু একটি টিউবওয়েল বসাতে কমপক্ষে ২ লাখ টাকা লাগবে। একদিনের মধ্যে এটা চাইলেই সম্ভব না। একটা প্রক্রিয়া আছে, সময় লাগবে। তাচাড়া শিক্ষক সংকট সমাধান করতে হলে মন্ত্রণালয় থেকে শিক্ষকদের পদায়ন করতে হবে। এটা আমার হাতে নেই। তাই শিক্ষার্থীরা আমাকে তালাবদ্ধ করে রেখেছে। আমি এখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছি।