০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট একটি স্মার্ট নগরী হবে: প্রতিমন্ত্রী পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আধ্যাত্মিক নগরী সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে। এ ব্যাপারে সরকার তাকে সর্বোচ্চ সহযোগীতা করবে। এতে সিলেটবাসী আরও অনেক বেশী সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী পলক তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগে সিলেটের প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক আরও বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশী বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই। আশার কথা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। তার হাত ধরে সিলেট একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় পরিচলক (স্বাস্থ্য) ডা. মো. হারুন- অর- রশীদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, শিশির রঞ্জন চক্রবর্তী।

বিষয়

সিলেট একটি স্মার্ট নগরী হবে: প্রতিমন্ত্রী পলক

প্রকাশিত: ০৯:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আধ্যাত্মিক নগরী সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে। এ ব্যাপারে সরকার তাকে সর্বোচ্চ সহযোগীতা করবে। এতে সিলেটবাসী আরও অনেক বেশী সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী পলক তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগে সিলেটের প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক আরও বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশী বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই। আশার কথা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। তার হাত ধরে সিলেট একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় পরিচলক (স্বাস্থ্য) ডা. মো. হারুন- অর- রশীদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, শিশির রঞ্জন চক্রবর্তী।