‘ড. মুহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে’ ১২ জন মার্কিন সিনেটরের এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি যতদূর এই মামলার কাগজপত্র দেখেছি তাতে বলতে পারব বিচারিক আদালতে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী সুষ্ঠুভাবে বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলব না। কারণ, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’ শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিবে কিনা- এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে সাজাপ্রাপ্ত তাদের সকলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।
তিনি জানান, এই সংসদের অধিবেশনেই শ্রম আইন পাস হবে।